১৪ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দুপুর দুইটা
আমি বরিশালে আসছিলাম ঢাকা থেকে
হঠাৎ করে এক বোন আমাকে ফোন দিলেন তিনি বললেন সে শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তি, চিকিৎসক তাকে বলেছে সিজার করতে হবে এবং তাকে রক্তের ব্যবস্থা করতে হবে। সে আমাকে জানানোর পরে সে এক ইতিহাস অনেক জায়গায় যোগাযোগ করেও কোনভাবে রক্তের সংগ্রহ করতে পারছিলাম না। কারণ সেদিন বরিশালে প্রতিকূল আবহাওয়ার কারণে ডোনাররা কোনভাবেই আসতে পারছিলেন না।
এরপরে রক্ত সংগ্রহ হলো আলহামদুলিল্লাহ সিজারে একটি ছেলে বাবু হয়েছে। আমি তার জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখে এবং ইসলামের জন্য কবুল করে নেয়।
আমি খোঁজ নিয়ে যতটুকু জানলাম এই পরিবারটি হতদরিদ্র একটি পরিবার। সিজারের পরে যাদের ঔষধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করার অবস্থা নাই ও সামর্থ্য নেই। তখন আমি ফেসবুকের মাধ্যমে আমার একপরিচিত বড় ভাইয়ের সাথে যোগাযোগ করি, তখন একজন বড় ভাই তাদেরকে সিজার পরবর্তী তিন মাসের সকল ঔষধের ব্যবস্থা করে এবং পরিবারটিকে এক মাসের বাজার করে দিয়েছেন।
ধন্যবাদ ভাই আপনাকে আমি বলার সাথে সাথেই আপনি পজিটিভ রেসপন্স দিয়েছিলেন অনেক দোয়া রইল আপনার জন্য।