Wellcome :
South Bengal Disable Welfare Society
  • +8801716770589
  • [email protected]
  • Timirkhati It Is 9 Dapdapia Union Under Nalchity Upazila Jhalakathi District
দৈনিক দক্ষিণ অঞ্চল ২৪ নভেম্বর প্রকাশিত সংবাদ

মামুন-অর-রশিদ: জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধি রাকিব হোসেনের হতাশাময় জীবনে যেন কিছুই করার নেই। তিন ভাইয়ে মধ্যে সে সবার ছোট। অন্য পাঁচটা সাধারণ ছেলেদের মত সে স্কুলে যেতে পারতো না। এমন সময়ে রাকিবকে তার মা ভর্তি করান বরিশাল সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে। শুরু হয় রাকিবের জীবন যুদ্ধ। হার না মানার প্রত্যয়ে পথ চলে রাকিব এখন বরিশাল সরকারি বিএম কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চতুর্থ বর্ষে পড়াশুনা করছে। এখানেই ক্ষ্যান্ত হয়নি সে।
নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে উদ্যোগ নেন অন্য দৃষ্টি প্রতিবন্ধিদের জন্য। অসচ্ছল প্রতিবন্ধীদেরকে সমাজের মূলধারায় নিয়ে আসতে ছোট পরিসরে কিছু কাজের উদ্যোগ নেন। তারই ধারাবাহিকতায় গড়ে তোলে একটি সংস্থা। যার নাম দেওয়া হয় দক্ষিণ বঙ্গ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা।
২০১৮ সালের ১৬ই জুলাই শুরু করার পরে প্রতিবন্ধীদের সহায়তার জন্য ছোট ছোট প্রকল্প গ্রহণ করা হয় । যেমন দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বেসিক কম্পিউটার প্রশিক্ষণ এবং সফট স্কিল ট্রেনিং, দৃষ্টি প্রতিবন্ধীরা স্কিন রিডারের মাধ্যমে ল্যাপটপ কম্পিউটার এবং এন্ড্রয়েড ফোন ব্যবহার করা। যথাযথ সহযোগিতা পেলে ৯৭ % কাজ করতে পারে দৃষ্টি প্রতিবন্ধিরা।
এ বিষয়ে উদ্যোক্তা রাকিব হোসেন বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কাজ করার ইচ্ছা আছে, কোন সংগঠন এবং সরকারিভাবে সাহায্য সহযোগিতা পেলে এগিয়ে নিতে পারব বলে আমি আশা করি। আমি দৃষ্টি প্রতিবন্ধী, অথচ আমি স্কিন রিডারের সাহায্যে কম্পিউটার ল্যাপটপ এবং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করি। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে আমি কাজ করছি। এই সংস্থাটি গড়ে তুলেছি এরপর থেকে ২০১৬ সালে আমি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে বেসিক কম্পিউটার এর কোর্স গ্রহণ করি এবং ২০১৯ সালে আইসিটি ডিভিশন প্রকল্প থেকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে প্রকল্পের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করি। advance কম্পিউটার কোর্স করার জন্য ইন্ডিয়ার কলকাতা এবং শিলিগুড়ি থেকেও প্রশিক্ষণ গ্রহণ করি। আমাদের ওয়েবসাইট সাউথ বেঙ্গল ডিসাবল ওয়েলফেয়ার সোসাইটি SBDWS.org

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts